দেশজুড়ে

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ‘মুক্তিযুদ্ধের’ মাইন-গ্রেনেড-রাইফেল

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা ক্যানেলের মাটি খনন করার সময় মাইন, থ্রি নট থ্রি রাইফেল, মর্টারশেল, গ্রেনেড পাওয়া গেছে।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কিশোগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সিট রাজিব এলাকায় তিস্তা ক্যানেল খননের সময় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে জানায় পুলিশ।

জানা গেছে, এস্কেভেটর দিয়ে ক্যানেলের মাটি খননের সময় শ্রমিকরা একটি পোটলার মধ্যে কিছু যন্ত্রাংশ দেখতে পান। কিন্তু তারা গুরুত্ব না দিয়ে কাজ করতে থাকেন। পরে শিশুরা সেগুলো নিয়ে খেলা শুরু করে। বিষয়টি এলাকাবাসী দেখলে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মাইন, একটি মর্টারশেল, একটি থ্রি নট থ্রি রাইফেলের ভগ্নাংশ ও একটি গ্রেনেড উদ্ধার করে।

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) মো. গোলাম সবুর বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহার করা হয়। রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টারশেলটি তাজা আছে।

বর্তমানে ঘটনাস্থলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে। ক্যান্টনমেন্টের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে এসব মাইন ও মর্টারশেল নিষ্ক্রিয় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d