খেলা

মাঠেই কান ধরে ক্ষমা চাইলেন কোহলি

এবার বাউন্ডারি লাইনের দিকে দৌড়াতে দৌড়াতে বার দুয়েক কান ধরলেন কোহলি। কিছুটা হাসলেনও। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘটে এ ঘটনা।মুম্বাইয়ের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৯৬ রান তুলে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুম্বাই লক্ষ্যে পৌঁছায় ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখে। তাদের ইনিংসেই কোহলির কান ধরার ঘটনা ঘটে। কোহলির কান ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, স্ট্র্যাটেজিক টাইম-আউট শেষ হবে, এমন সময় ফিল্ডিং করতে সীমানাদড়ির দিকে দৌড়াচ্ছেন কোহলি।

তখনই সমর্থকরা স্লোগান তুলেন ‘কোহলিকে বল দাও’ বলে। ধারনা করা হচ্ছে এর প্রতিক্রিয়ায় কান ধরেন বেঙ্গালুরু ব্যাটার। ব্যাটার কোহলিকে সচরাচর বল করতে দেখাই যায় না! ভালো বলও যে করেন, তা-ও না।

পুরো আইপিএল ক্যারিয়ারে মাত্র ২৬ ইনিংসে বল করেছেন তিনি, উইকেট নিয়েছেন ৪টি। সমর্থকদের আবদার রাখতে না পারাতেই হয়তো কান ধরেছিলেন তিনি। যার অর্থ হতে পারে ‘মাফ করো, আমি বল করতে পারছি না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d