জাতীয়শিক্ষা

মাধ্যমিকের নতুন কারিকুলামের বই পৌঁছেছে ৩৭ শতাংশ

জানুয়ারির ১ তারিখে পালিত হবে বই উৎসব। তবে ফেনীতে প্রাথমিকে শতভাগ বই আসলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এসেছে মাত্র ৩৭ শতাংশ। সম্পূর্ণ বই আসতে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সব বই না পাওয়াটা সমস্যা হিসেবে দেখছে শিক্ষার্থীরা; এবার নতুন কারিকুলামের বই।

জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্যমতে, ফেনীতে মাধ্যমিকে (৬ষ্ঠ-১০ম) মোট শিক্ষার্থী এক লাখ ৬৪ হাজার ১৮৫ জন এবং মাদ্রাসায় মোট শিক্ষার্থী এক লাখ ৫৪ হাজার ৩৫ জন। ২০২৪ শিক্ষাবর্ষে বইয়ের মোট চাহিদা ২৬ লাখ ৯১ হাজার ৩৯২টি। কিন্তু ফেনীতে এখন পর্যন্ত বই এসেছে ১০ লাখ ৬ হাজার ২২০টি। মোটপ্রাপ্তির হার ৩৭ দশমিক ৩৮ শতাংশ।

অষ্টম ও নবম শ্রেণির নতুন কারিকুলামের বই না আসা প্রসঙ্গে তিনি বলেন, একদমই বই আসেনি তা ঠিক না। কিছু বই আসছে; তবে আরও দুদিন পর বিস্তারিত বলা যাবে, সব বই কখন নাগাদ আসবে। কেন্দ্রীয়ভাবে আমাদের জানিয়েছে সময়ের আগে সব বই পেয়ে যাব। এর বাইরে এখন পর্যন্ত কিছু জানায়নি। যখনি বই আসছে সঙ্গে সঙ্গে স্কুল ভিত্তিক পাঠিয়ে দেয়া হচ্ছে। গ্রাম-শহর আলাদা করে দেয়া হচ্ছে না, যে স্কুলের জন্য বই আসছে সেগুলো পাঠিয়ে দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা নতুন বই নিয়ে আনন্দ উৎসব করে বাড়িতে যেতে পারবে। উৎসবমুখর পরিবেশে প্রতিবারের ন্যায় এবারও বই উৎসব হবে।

প্রাথমিকে এসেছে শতভাগ বই। ফেনীতে মাধ্যমিকে শতভাগ বই না আসলেও প্রাথমিকের শতভাগ এসেছে। বছরের প্রথমদিন প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই হাতে পাবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যানুযায়ী, প্রাথমিকে জেলায় মোট বরাদ্দের বইয়ের সংখ্যা ৬ লাখ ৭৫ হাজার ৫৩৩টি। তারমধ্য সব বই ইতোমধ্যে জেলার ৫৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে।

ফেনীর ৬ উপজেলার মধ্যে ৬ লাখ ৭৫ হাজার ৫৩৩টি বইয়ের মধ্যে সদর উপজেলায় বরাদ্দের বই দুই লাখ ৬৯ হাজার ২৩৮, দাগনভুঞায় এক লাখ ১৭ হাজার ৮৬১, সোনাগাজীতে এক লাখ ৩৯ হাজার ২০০টি, ছাগলনাইয়ায় ৫৭ হাজার ৩৪টি, পরশুরামে ৩৯ হাজার ৫৫০টি, ফুলগাজীতে ৫৫ হাজার ৬৪০টি। এরমধ্যে সব উপজেলায় শতভাগ বই পাঠানো হয়েছে বলে জেলা প্রাথমিক অফিস সূত্র নিশ্চিত করেছে।

ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, সব স্কুলে বই ইতোমধ্যে পাঠানো হয়েছে। উপজেলা অফিস থেকে জেলার ৫৫৯টি স্কুলে বই চলে গেছে। এরমধ্যে প্রাক প্রাথমিকে একটি বই, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তিনটি বই এবং তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত ৬টি বই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d