মানিকছড়িতে শিক্ষককের উপর পাহাড়ি সন্ত্রাসীদের হামলা
খাগড়াছড়ির মানিকছড়িতে হাফেজ আব্দুল হালিম নামের এক মাদরাসা শিক্ষকের উপর হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ি কলেজ গেইট সংলগ্নে এ হামলার ঘটনা ঘটে।
হাফেজ আব্দুল হালিম মানিকছড়ি মহামনি দারুন নাজাত মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। এ ঘটনায় গুরুতর আহত ওই শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
আহত হালিমের বরাত দিয়ে মাদরাসার পরিচালক শরিফুল ইসলাম জানান, ঘটনার পূর্বে উপজেলার তালতলা থেকে মানিকছড়ি ফিরছিলেন হাফেজ হালিম। পথে মধ্যে কয়েকজন পাহাড়ি সন্ত্রাসী তার মোটরসাইকেল গতিরোধ করে চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে হালিম বাঁধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
ঘটনার পরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা যায়।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অবৈধ অস্ত্রধারী পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে উপজেলার মহামুনি থেকে আমতল পর্যন্ত বিক্ষোভের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখা।