আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক নিয়োগ, গ্রেপ্তার ৫৯ নিয়োগকর্তা

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ দেয়ার অপরাধে ৫৯ নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে অভিবাসন বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে এসব নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, ২০২৪ সালের ফেব্রুয়ারি ,মাস পর্যন্ত সেরেম্বানে মোট দুজন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং। বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, গ্রেফতারকৃতদের ১ দশমিক ১৩ মিলিয়ন রিঙ্গিত জরিমানা সহ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কেনিথ তান বলেন, নিয়োগকর্তাদের দ্বারাসংঘটিত অপরাধগুলোর মধ্যে ছিল অবৈধ অভিবাসীদের (পাটি) রক্ষা করা, বৈধ অনুমতি ছাড়াই বিদেশী কর্মী নিয়োগ করা এবং অবৈধ অভিবাসীদের কোম্পানির প্রাঙ্গনে বসবাসের অনুমতি দেয়া।

তিনি আরও বলেন, অভিবাসন বিভাগ পাঁচটি অবস্থান চিহ্নিত করেছে। গত বছর ১ হাজার ৭৭৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে ১ হাজার ৩৪১ জনকে সেরেম্বান ও ৫২৫ জন নিলাই এলাকার আশেপাশে থেকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d