মাসব্যাপী ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি
মাসিক বিক্রয় কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল রোববার থেকে অক্টোবর মাসের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশে ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি করবে সংস্থাটি।
রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে আগামীকাল সকালে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।
এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি করে মসুর ডাল ও পেঁয়াজ এবং এক কেজি চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০, পেঁয়াজ ৩৫ ও চিনি ৭০ টাকা দামে বিক্রি করবে টিসিবি।
তবে আমদানি করা পেঁয়াজের প্রাপ্যতা সাপেক্ষে শুধু ঢাকা নগরীতে পণ্যটি বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। এ ছাড়া চিনিও প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে বলে জানায় টিসিবি। অর্থাৎ এ দফায় পেঁয়াজ ও চিনি সীমিত পরিসরে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি।
টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি আগামীকাল শুরু হয়ে এক মাস চলবে। সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।
গত জুলাই থেকে প্রথমবারের মতো পরিবার কার্ডের আওতায় চাল বিক্রি শুরু করে টিসিবি। আর চলতি মাস থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি। অন্যদিকে সরবরাহ কম থাকায় গত আগস্ট ও সেপ্টেম্বরে চিনি বিক্রি সীমিত করে টিসিবি। অক্টোবরেও সে ধারা অব্যাহত থাকবে।