মিম-জিতের ‘মানুষ’ আসছে শুক্রবার
নায়িকা ও নির্মাতা ঢাকার, নায়ক ও প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার। দুই দেশের দুই শহরের এক ঝাঁক কলাকুশলীর যৌথ প্রয়াস ‘মানুষ’। কলকাতার পর সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। ‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা বিদ্যা সিনহা মিম আর নায়ক জিতেন্দ্র মদনানী, যিনি পরিচিত জিৎ নামে।
এই দুজনকে নিয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার বানিয়েছেন মারকাটারি গল্পের সিনেমা ‘মানুষ’। যা কলকাতায় মুক্তি পায় গত ২৪ নভেম্বর; এবার পালা ঢাকার।
কলকাতায় মুক্তির পরপরই মিম ও জিতের এই সিনেমাটি ঢাকায় মুক্তির কথা চলছিল। অবশেষে বাংলাদেশে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলেছে। শুক্রবার দেশের হলে মুক্তি পাচ্ছে ‘মানুষ’।
নির্মাতা অনন্য মামুন এ খবর জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’ আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেলো..।’
গত এক দশক ধরে নাটক ও টেলিফিল্ম বানিয়ে পরিচিতি পাওয়া সঞ্জয় সমদ্দারের চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে ‘মানুষ’ দিয়ে। কলকাতা শহর, পুরুলিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে টানা ৪০ দিন শুটিং হয়েছে এই সিনেমার।
গত বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনায় আসা মিমের এটি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পঞ্চম কাজ। মিম কলকাতায় কাজ শুরু করেছিলেন ‘ব্ল্যাক’ সিনেমা দিয়ে ২০১৫ সালে। সেখানে মিমের নায়ক ছিলেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী।
এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য সেভিয়ার’ ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন মিম। ‘সুলতান দ্য সেভিয়ার’ সিনেমায় মিম প্রথমবার কাজ করেন জিতের সঙ্গে।
গত অক্টোবরে ‘মানুষ’ সিনেমার টিজার প্রকাশ হলে আলোচনায় আসেন মিমি-জিৎ জুটি। ৫১ সেকেন্ডের ওই টিজার দর্শকদের ধাঁধাঁয় ফেলে দেয়, এ সিনেমায় জিৎ নায়ক নাকি খল নায়ক।
মিম বলেছিলেন, চিত্রনাট্য পছন্দ হওয়ায় কাজটি তিনি হাতে নিয়েছিলেন। নির্মাতাও তাকে আশ্বাস দিয়েছিলেন যে ‘ভালো ‘ কিছু আসতে চলেছে। মুক্তির পর মিমের ভাষ্য ছিল, পরিচালকের আশ্বাস বৃথা যায়নি।