মিরসরাইয়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা বিএনপির
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করছেন বিএনপির নেতাকর্মীরা। রোবার (১৯ নভেম্বর) ভোররাতে মিরসরাই পৌর সদরের ডাক বাংলো এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোররাতে মহাসড়কের ৮-১০ জন ব্যক্তি লাঠি হাতে নিয়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীরা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে। কাভার্ডভ্যানে আগুন দেয়ার বিষয়ে তিনি অবগত নয় বলে জানান।