মিরসরাইয়ে পেঁয়াজের দাম ১২০ টাকা নির্ধারণ
চট্টগ্রামের মিরসরাইয়ে হঠাৎ দাম বাড়িয়ে ১৮০ টাকায় পেঁয়াজ বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। পরে বাজার কমিটি পূর্বের দাম ১২০ টাকা নির্ধারণ করে দেয়।
বাজার পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আহসান উল্লাহ ভূঁইয়া, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক মোহাম্মদ দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোহাম্মদ দুলাল বলেন, কমলদহ বাজারের কামাল স্টোরে হঠাৎ প্রতিকেজি পেঁয়াজ ১৮০ টাকায় বিক্রির কথা জানতে পারি আমরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা ওই দোকানে যাই। জানতে পারি পেঁয়াজগুলো ৯০ টাকা পাইকারি কেনা পড়েছে। কিন্তু ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৯০ টাকা বেশি নেওয়া হচ্ছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়ে প্রতিকেজি পেঁয়াজের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওই দোকানে পূর্বে ক্রয় করা আরও ১১ বস্তা পেঁয়াজ রয়েছে।