চট্টগ্রাম

মিরসরাইয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

চট্টগ্রামের মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া নামে স্থানীয় এক সাংবাদিক। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। শুক্রবার (১২ জুলাই) এ ঘটনায় জড়িত ৮ জনের নাম উল্লেখ করে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

আহত সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র।

দারুল কোরআন মাদরাসার পরিচালক ইলিয়াছ নাঈম জানান, দীর্ঘদিন ধরে মাদরাসার চলাচলের রাস্তা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁরা জোরপূর্বক চলাচলের পথে দেওয়াল তুলে দেয় তারা। খবর পেয়ে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের ওই গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মনছুরের বাসার ভেতরে তাকে আটকে রাখা হয়। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।

সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া বলেন, মাদরাসার চলাচলের জায়গায় দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে আমি সংবাদ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কিছু বুঝে উঠার আগেই হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে একটি গ্রুপ মোটা কাঠ, রড, বাঁশ নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই এবং ডানহাতে মারাত্মক জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে আমি মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, মিরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া এলাকায় সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d