মুন্সিগঞ্জের লালন সাধুসঙ্গে নিপুণ ও ফারিয়া
মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় অবস্থিত পদ্মহেম ধামে শনিবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে সাধুসঙ্গ আসর। প্রতিবছর ইছামতী নদীর ধারে খোলা মাঠে লালনের বাণী শুনতে দেশের নানা প্রান্তের লালনভক্তরা হাজির হন এখানে।
এই সাধুসঙ্গে লালন বাণী পরিবেশন করেন গুণীজনেরা।
এবারের ১৯তম আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী নিপুণ আক্তার ও শবনম ফারিয়া।
বিষয়টি নিশ্চিত করে পদ্মহেম ধামের সভাপতি কবির হোসেন। তিনি জানান, আজ বিকেল থেকে লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গ শুরু হয়ে চলবে রাত ২টা পর্যন্ত। লালন বাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকেই। এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিনেত্রী নিপুণ আক্তার ও শবনম ফারিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তারা। তাদের এই অংশগ্রহণ আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।
এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ ফজলুল হক।