অর্থনীতিজাতীয়

মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ৬০তম সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে সার্বিক মূল্যস্ফীতির ধারা সহনীয় পর্যায়ে রাখা এবং প্রত্যাশিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (৪ অক্টোবর) মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ৬০তম সভায় এ সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত মোতাবেক (ক) বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার তথা ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৬.৫০ ভাগ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৭.২৫ ভাগ; (খ) স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (ফ্লোর) সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.৫০ ভাগ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫.২৫ ভাগ; (গ) স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (সিলিং) সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৮.৫০ ভাগ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৯.২৫ ভাগে পুনঃনির্ধারণ করা হলো।

এ নির্দেশনা বৃহস্পতিবার (৫ অক্টোবর) ২০২৩ হতে কার্যকর হবে।

দেশে উচ্চ মূল্যস্ফীতির রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করা হচ্ছিল। কিন্তু দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন নীতি সুদহার করিডোরকে মূল্যস্ফীতির কারণ হিসেবে চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক। সে মোতাবেক সিদ্ধান্তও নিল কেন্দ্রীয় ব্যাংকটি। এর ফলে মূল্যস্ফীতি ৮ শতাংশ নেমে আসবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d