জাতীয়

মে দিবসে রাজধানীতে শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মে দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার (পহেলা মে) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

ফ্রি স্বাস্থ্য সেবা কর্মসূচি উদ্‌বোধনী বক্তব্যে ডা. সামন্ত লাল গণমাধ্যমকে বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষক, শ্রমিকের মতো মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সে লক্ষ্য নিয়ে সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। দরিদ্র মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায়।

তিনি বলেন, সারা দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেখানে গিয়ে সমস্যার কথা বলবেন, স্বাস্থ্যসেবা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত কেন্দ্রগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন, গরমে কেমন স্বাস্থ্য সেবা পাচ্ছেন তারা সেটা নিশ্চিত করছেন।

সরজমিনে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল চত্বরে দেখা যায় বিনামূল্য সব ধরনের স্বাস্থ্যসেবার জন্য বুথ খোলা হয়েছে। সেবা দেওয়া হচ্ছে হাসপাতালেও। দিনভর ৪০ জন চিকিৎসক শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষকে সেবা দেবেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রের বুথে দেখা যায় শিল্পাঞ্চলের স্ট্যান্ডার্ড তৈরি পোশাক কারখানার কর্মী তৌফিকুল রহমান সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, মে দিবস উপলক্ষ্যে আজ নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হবে, তাই তিনি এসেছেন। অপেক্ষা করছেন চিকিৎসা নেওয়ার জন্য।

মে দিবস উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী সেবা বুথগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি নিজেও চিকিৎসা নেন।

এরপর কর্মজীবী শিশুর হাতের ইট ভাঙার হাতুড়ি ফেলে দিয়ে বই, ফুটবল ও চকলেট তুলে দেওয়ার মাধ্যমে ‘সব শিশুরা যাবে স্কুলে’কর্মসূচিরও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d