চট্টগ্রামরাজনীতিলোহাগাড়াসাতকানিয়া

মোতালেবের কর্মী-সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা পণ্ড

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের একটি মোটরসাইকেল শোভযাত্রায় পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকায় মোতালেবের কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

এ সময় বেলাল নামে ঈগল প্রতীকের এক সমর্থককে আচরণবিধি ভঙ্গের দায়ে ২ হাজার টাকা জরিমানা করে বাকিদের ছত্রভঙ্গ করে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ডেপুটি বাজার এলাকায় প্রতীক ঈগলের পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়। অতপর শোডাউনটি ছত্রভঙ্গ করে শোডাউন থেকে আটক একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর ফুলতলা বাজারে নৌকার প্রার্থী ড. আবু রেজা নেজামুদ্দীন নদভীর নির্বাচনী অফিস ও লতাপীর বাজারে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচনী অফিসে বিদ্যুতের মাধ্যমে আলোকসজ্জ্বা করে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d