মোমবাতি জ্বালিয়ে বিয়ের দাওয়াতে, ৩ বাড়ি ছাই মুহূর্তেই
বিদ্যুৎ না থাকায় ঘরে মোম জ্বালিয়ে রেখে সপরিবার বিয়ের দাওয়াতে গিয়েছিলেন তারা। সে আগুনে পুড়ে ছাই হল ৩ বসতবাড়ি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুরাদাবাদ সওদাগর পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউপি সদস্য আবদুল আলিম বলেন, তিনটি বসতবাড়ির ১০-১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে । নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবসহ আগুনে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ টাকা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুরাদাবাদ সওদাগর পাড়া এলাকার মো. রাজা মিয়া, মো. রফিকুল ইসলাম প্রকাশ চাঁন মিয়া ও মোবারক আলী প্রকাশ বাবুল মিয়া।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি জ্বালিয়ে রাতে পরিবারের সদস্যরা বিয়ের দাওয়াতে যান। সেই আগুন থেকে অগ্নিকান্ড ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি