ম্যাজিস্ট্রেট দেখে পালাল ইলিশ বিক্রেতা
সাতকানিয়ায় একটি মাছ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে কেরানীহাট এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়।
এসময় বাজারে একটি দোকানের ফ্রিজে বিক্রির জন্য গোপনে সংরক্ষিত প্রায় সাড়ে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এর আগে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে ইলিশ বিক্রেতা পালিয়ে যান। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় বারদোনা ছৈয়দ ইব্রাহিম (রা:) হেফজখানা ও ইসমাইলিয়া এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেরানিহাট এলাকায় বাজারে ইলিশ মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় বিক্রির জন্য রাখা সাড়ে ১০ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়। গত ১২ অক্টোবর থেকে
ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য টানা ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।