যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, বহু হতাহতের শঙ্কা
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের প্যাটাপসকো নদীর ওপর নির্মিত ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাক্কা মারে একটি কনটেইনার জাহাজ। এতে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। খবর বিবিসির।
বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেছে এবং এখন পর্যন্ত সাতজন মানুষ নিখোঁজ রয়েছেন।
মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি এক্স-এ পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে সেতুর একটি কলামে ধাক্কা মারে কনটেইনারবাহী জাহাজটি। এরপরই একাধিক যানবাহনসহ নদীতে ভেঙে পরে ব্রিজটি।
বাল্টিমোর মেয়র বলেছেন, জরুরি কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে।
বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্টরাইট অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, জরুরী প্রতিক্রিয়াকারীরা অন্তত সাত জনকে পানিতে রয়েছে বলে ধারণা করছেন। তবে সংখ্যাটি আরও বেশি হতে পারে।
তিনি বলেন, এজেন্সিগুলি দেড়টার দিকে ৯১১টি কল পেয়েছিল, একটি জাহাজ ব্রিজের একটি কলামে আঘাত করেছে, যার ফলে এটি ভেঙে পড়েছে। সেই সময় সেতুতে একাধিক যানবাহন ছিল, যার মধ্যে একটি ট্রাক্টর-ট্রেলারের আকার ছিল।
তিনি আরও জানান, ফায়ার বিভাগের নেতৃত্বে মার্কিন কোস্টগার্ড এবং অন্যান্য সংস্থাগুলোর সহযোগিতায় এখন একটি চলমান মাল্টি-এজেন্সি উদ্ধার অভিযান চলছে।