যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচন চায়
বাংলাদেশে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন চায় জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না। নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপ, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়তা করবে।
বুধবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একক দলের প্রতি পক্ষপাত করে না। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন, চলমান রাজনৈতিক টেনশন পরিহার করার কথা বলেছি। একই সঙ্গে শর্তহীন সংলাপের ওপর তাগিদ দিয়েছি, অন্য দলগুলোকে সেই বার্তা আগেই দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংসতামূলক বক্তব্য নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।