জাতীয়

যুথীসহ ৪ আইনজীবীর আগাম জামিন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারামারি ঘটনার মূল আসামি নাহিদ সুলতানা যুথী ও বহিস্কৃত সহকারী এটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদসহ ৪ আইনজীবীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ বুধবার (২০ মার্চ) তাদের প্রত্যেককে ৮ সপ্তাহের জামিন দেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

আবেদনকারীর আইনজীবীর তথ্যানুসারে আগাম জামিন পাওয়া আসামিরা হলেন– নাহিদ সুলতানা যুথী, জাকির হোসেন মাসুদ, শাকিলা রওশন, মৌসুমী চৌধুরী ফাতেমা।

জামিন শুনানিতে শুরুতেই নাহিদ সুলতানা যুথী ও জাকির হোসেন মাসুদকে সামনে ডাকেন হাইকোর্ট। পরে তাদের উদ্দেশে আদালত বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা না থাকলে আইনজীবীদের এই সুপ্রিম কোর্টেই ফিরতে হবে। ভারসাম্য ও বিবেকবান মানুষ আইনজীবীরা। প্রত্যাশা ছিল, এই প্রতিষ্ঠান ছোট হবে না। কিন্তু বারে মারামারি ঘটনা অপ্রত্যাশিত।

আদালত আরও বলেন, সারাদেশের মানুষ এসব দেখে। সুপ্রিম কোর্ট একটি সংবেদনশীল প্রতিষ্ঠান। এর গৌরব বিচারক আইনজীবী সবাই বহন করে। এসব বিষয় আপনাদের মাথায় রাখতে হবে।

এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে মারধরের ঘটনায় ৮ মার্চ বিকেলে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফ। মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগ আনেন সহকারী অ্যাটর্নি জেনারেল।

ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলাটি করা হয়। সেখানে আইনজীবী নাহিদ সুলতানা যুথীকে প্রধান আসামি করা হয়। যুথী সমিতির নির্বাচনে সম্পাদক পদে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d