যুদ্ধবিরতির পরদিনই গাজায় লাশের মিছিল, নিহত ৫৪
গাজায় যুদ্ধবিরতি শেষের পর আবারও শুরু হলো ইসরায়েলের তাণ্ডব। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে উপত্যকায় চালানো আগ্রাসনে প্রাণ গেছে ৫৪ জন ফিলিস্তিনির। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাজায় শুজাইয়া এলাকার আশেপাশের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
সব মিলিয়ে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৫ হাজার ৫শ’ শিশু রয়েছে। ৩ হাজার ৫শ’ নারী। এছাড়াও চলমান ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি।
ফিলিস্তিনি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ একটি সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি হামলার ফলে গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং পাঁচটি ভবন ধ্বংস হয়েছে।
বিবৃতি অনুসারে, ১ হাজার ৮শ’ শিশুসহ প্রায় ৬ হাজার জন এখনও নিখোঁজ রয়েছে।
ফিলিস্তিনি মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি দখলদারিত্বের জেরে ১ হাজার ২৭০টি গণহত্যা সংগঠিত হয়েছে।
এদিকে, ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি চিকিৎসকরাও। মোট ২০০ চিকিৎসক, ২২ জন সিভিল ডিফেন্স কর্মী এবং ৫১ জন সাংবাদিকও হামলায় নিহত হয়েছে।