চট্টগ্রাম

যুবলীগ নেতা হত্যা, আরও দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম (৩৫) হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব এবং পুলিশ। গতকাল রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মামলার ২নং আসামি মো. ওবায়দুল কাদের প্রকাশ সুমন (৩৮) এবং ৩নং আসামি মো. আল-আমিন প্রকাশ সাগর (৩০)।

সুমন উপজেলার মুরাদনগর এলাকার নবীর হোসেন প্রকাশ বাচা মিয়ার ছেলে এবং সাগর উপজেলার সৈয়দ বাড়ি এলাকার মৃত রামজান আলী প্রকাশ মিন্টু সওদাগরের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

এ বিষয়ে ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‍্যাবের সহায়তায় গতকাল চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে আমরা তাদের দুইজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক সুমনের ঘর থেকে দেশীয় একটি পাইপগান এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলাও রজু করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে মামলার প্রধান আসামি মোহাম্মদ মঈন উদ্দিন ওরফে মঈনুকেও গ্রেপ্তার করেছিল র‍্যাব। তাকে গত সোমবার (৯ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে পাঠায় রাঙ্গুনিয়া থানা। গ্রেপ্তার মঈন উদ্দিনের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার মুরাদনগর এলাকায়। তার বাবার নাম নুর মোহাম্মদ খান।

র‍্যাব জানায়, বালু তোলা নিয়ে বিরোধের জেরে গত ৮ অক্টোবর রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকায় মঞ্জুরুল ইসলামকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d