চট্টগ্রাম

যে কোন মূল্যে ফুটপাত হকারমুক্ত রাখতে চাই

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘ফুটপাত হচ্ছে সাধারণ মানুষের হাঁটার পথ। ফুটপাত দিয়ে সাধারণ মানুষ ছাড়াও নারী-শিশু ও বয়োজ্যেষ্ঠ মানুষও চলাচল করে। কিন্তু ফুটপাত দখল করে হকারেরা অবৈধভাবে ব্যবসা করার কারণে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে না। তাতে তারা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই কোনো অবস্থাতেই ফুটপাত দখল করে কোনো হকারকে ব্যবসা করতে দেওয়া হবে না। এ ব্যাপারে সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে।’

অনুসন্ধান করলে বুঝা যাবে, অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা হকারেরা কোন শ্রেণিতে পড়ে। তাদের নেপথ্যে কারা আছে? তারা অন্য কোন শ্রেণিতে পড়ে কিনা তাও খতিয়ে দেখার দরকার হয়ে পড়েছে। এ শহর সবার, শহরের সৌন্দর্য রক্ষার্থে সবার সহযোগিতা দরকার। যুগ যুগ ধরে হকারেরা ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছে। একটা গোষ্ঠী তাদের দিয়ে বিভিন্ন সুবিধা নিচ্ছে। তারা চায় শহরটা পচে থাকুক। হকারদের চসিক বসায়নি। তাই তাদের পুনর্বাসনের দায়িত্ব চসিকের নয়। অতীতে হকারদের পুনর্বাসনে জহুর হকার মার্কেট, সিডিএ হকার মার্কেট, ছিন্নমূল মার্কেট, রেয়াজ উদ্দিন বাজার নালার উপর মার্কেটসহ বহু জায়গায় তাদের পুনর্বাসন করা হয়েছে। তারপরও কি নগরীতে হকারের সংখ্যা কমেছে? উল্টো বেড়েছে। তাই নগরীর সৌন্দর্য রক্ষার স্বার্থে হকারদের নিয়ে আর কোনো খেলা নয়, ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে কাজ করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d