রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার
নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরনকালে চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আসন্ন রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। চিনি, ছোলা, পিঁয়াজসহ প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ নিশ্চিত করতে স্বাভাবিকের অতিরিক্ত আমদানি করিয়েছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে সরকার। জেলা ও উপজেলা ম্যাজিস্ট্রেট সমম্বয়ে বিশেষ টিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করবে।
তিনি গতকাল শনিবার নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাহাঙ্গীর আলম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এম ইউনুছ, এস, এম, আবুল কাশেম, মো. কফিল উদ্দিন,মো. শাহাজান, আব্দুল কাদের সর্দার, মঈনউদ্দিন মহিন, হাজী নাছির উদ্দিন, মো. বখতিয়ার মেম্বার, জামশেদ হোসেন, ইলিয়াছ খাঁন মিলন, আবদুল আচ্ছি, সহিদুল ইসলাম সাইদ, মো. বাদশা, গোলাম মোস্তফা, আনিসুর রহমান মুন্না, আমিনুল করিম, নুরনবী, এনামুল হক এনাম, দেলোয়ার হোসেন রাশেল, গোলাম রসুল সাইদুল, আবদুল মুনাফ মুরাদ, জিন্নাত আলী, নাজির আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।