রাউজানে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ৬
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুলিশ সদস্য মাসুম, অটোরিকশা চালক রাব্বি, যাত্রী মোতালেব, দুই বছরের এক শিশু এবং এক নারী। তবে আরেকজনের নামপরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উপজেলার রানীরহাটমুখী ময়দাবাহী ট্রাক ও উল্টোপথে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাত্রী-চালক আটকা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হাকিম বলেন, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।