চট্টগ্রাম

রাউজানে নারীর শ্লীলতাহানির চেষ্টা অটোরিকশা চালকের

চট্টগ্রামের রাউজানে মাঠ পর্যায়ে কাজ শেষ করে ফেরার পথে স্বাস্থ্যকেন্দ্র থেকে ৩০০ মিটার দূরে এক নারী পরিবার কল্যাণ পরিদর্শিকাকে (৩০) অতর্কিত শ্লীলতাহানির চেষ্টা করেছে অজ্ঞাতনামা এক অটোরিকশা চালক।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়ায়। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের গৃহবধূ।

ভুক্তভোগী জানান, আজ (মঙ্গলবার) বিকেলে মাঠের কাজ সেরে কাছের নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ফিরছিলেন তিনি। জায়গাটি ছিল জনশূন্য, নির্জন। এ সময় একা সড়ক দিয়ে হেঁটে যেতে দেখে ওই অটোরিকশা চালক গাড়ি থামিয়ে নেমে তাকে ঝাপটে ধরার চেষ্টা করেন। তার গায়ের স্পর্শকাতর স্থানে হাত দিতে চায়। এ সময় ওই নারী চিৎকার দিলে অটোরিকশা চালক গাড়িসহ পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারী ও তার স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়াকেে এবং নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে মৌখিক অভিযোগ দেন।

ভুক্তভোগী আরও বলেন, ওই চালক যখন গাড়ি থামান তখন তার সন্দেহ হয়। এরপর মুহূর্তেই তাকে ঝাপটে ধরার চেষ্টা করে গায়ে হাত দেয়। তিনি বলেন, দিন দুপুরে যদি আমরা নারীরা কাজে যেতে না পারি তাহলে বাঁচবো কি করে।

এ প্রসঙ্গে রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় চেয়ারম্যানকে ওই এলাকার ক্লোজসার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করতে বলা হয়েছে। ফুটেজ নিয়ে ওই চালককে শনাক্ত করার পর মামলা করা হবে।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টুটুন মজুমদার এ ঘটনায় অভিযোগ পাননি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d