চট্টগ্রাম

রাউজানে মাছ ধরার জালে অজগর

চট্টগ্রামের রাউজানের ডাবুয়ায় মাছ ধরার জালে আটকা পড়েছে ১২ ফুট লম্বা এক অজগর সাপ। শুক্রবার (৫ জুলাই) রাতে ইউনিয়নের দক্ষিণ হিংগলা কাজীর টিলা এলাকায় পাশে মাছ ধরার জালে আটকা পড়ে সাপটি।

সেখান থেকে সাপটি উদ্ধার করে শনিবার (৬ জুলাই) সকালে বনবিভাগের কাছে হস্তান্তর করেন রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘প্রায় ১২ ফুট লম্বা ও ১০ কেজিরও বেশি ওজনের সাপটি আমার এলাকায় মাছধরার জালে আটকা পড়ে। আমি তাদের মারতে না দিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করি। পরে তারা বনে অবমুক্ত করে।’

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ স্টেশন অফিসার উজ্জল কান্তি মজুমদার বলেন, ‘সাপটি উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসার পর বনে অবমুক্ত করা হয়েছে ‘

এদিকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রিতম সুর রায় বলেন, ‘রাউজানের ডাবুয়া ইউনিয়নে একটি নির্বিষ অজগরের ছবি দেখেছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি যে কোন সাপ না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহবান জানান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d