রাঙামাটিতে অপহৃত আ.লীগের তিন কর্মী উদ্ধার
রাঙামাটি: দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করায় আওয়ামী লীগের তিন কর্মীকে কর্মীকে দু’দিন পর উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
বুধবার (১০ জানুয়ারি) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
উদ্ধার হওয়া আওয়ামী লীগের তিন কর্মী হলেন- চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০) এবং চিংথোয়াই প্রু মারমা। তারা সবাই উপজেলার কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সদস্য।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার তিন যুবককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করেছিলেন ওই তিন যুবক। দীপংকরের পক্ষে নির্বাচনী প্রচার না চালানোর জন্য তাদের ইউপিডিএফ কর্মীরা বাধা দিয়েছিল। ইউপিডিএফের বাধা না মেনে দীপংকরের পক্ষে কাজ করায় এই অপহরণের ঘটনা ঘটেছে।