রাঙামাটিতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন
রাঙামাটিতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, তামাক চাষ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। দিনদিন রাঙামাটিতে তামাক চাষ বাড়ছে। এই বিষয়ে সচেতন করে তুলতে হবে। এছাড়াও জেলায় বড় বড় ভবন নির্মাণ হচ্ছে কিন্তু কোন সেফটি নেই। যে সমস্ত পেশা ঝুঁকিপূর্ণ সেই সেই পেশার মালিকদের ঝুঁকি এড়াতে তিনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, শ্রমকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসক ডা. ফারজানা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।