রাঙামাটিতে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, একজনের ফাঁসি
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন। ২০২১ সালে রাঙামাটিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর এটি প্রথম মৃত্যুদণ্ডের রায়।
দণ্ডিত ব্যক্তি হলেন, অংবাচিং মারমা।
জানা গেছে, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে রাঙামাটির চন্দ্রঘোনা থানার বড়খোলা এলাকায় প্রাইভেট পড়ানোর কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হলে ছাত্রীটিকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ বস্তা ভরে লুকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে নিহত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় মামলা করেন।
পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম অভি বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় অংবাচিং মারমাকে ফাঁসির আদেশ দিয়েছেন। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।