পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে নানান আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, শেখ রাসেল শিশুদের জন্য প্রেরণা হয়ে থাকবে। ঘাতকরা শেখ রাসেললেক হত্যা করে ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আজকের শিশুদের মাঝে শেখ রাসেল বাস করছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন প্রমুখ।

সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন স্থানীয় এমপি দীপংকর তালুকদার। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d