চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে পানিতে ডুবে দুজনের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় পানিতে ডুবে সিরাতুল মুনতাহা নামে এক শিশু ও আয়শা আক্তার নামে এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ও দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক কলেজপাড়া গ্রামে পানিতে ডুবে সিরাতুল মুনতাহা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মা ঘরের কাজ করার সময় শিশুটি বাইরে খেলছিল। কিছুক্ষণ পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ভাসতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাতুল মুনতাহা ওই এলাকার কলেজ পাড়ার বাসিন্দা মো. নুর হোসেনের মেয়ে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। পরিবারে লোকজনসহ স্থানীয়রা শিশুটিরক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

একই দিন সকাল ১১টার দিকে নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার চেঙ্গী নদীতে ডুবে আয়শা আক্তার (২০) এর নামে এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।

নানিয়ারচর থানার এসআই মাহবুবুর রহমান জানান, নদীতে পড়ে আয়শা আক্তার নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে বলে জেনেছি।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর নানিয়ারচরের রাঙ্গিপাড়া এলাকায় চেঙ্গী নদীতে পড়ে প্রত্যয় চাকমা (৮) নামে এক শিশু মৃত্যু হয় এবং একই দিন বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামের ৮ম শ্রেনি পড়ুয়া প্রিয়ন্তি কর্মকার (১৪) কাচালং নদীতে তলিয়ে যায়। ওই কিশোরীর এখনো খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d