রাঙামাটিতে ‘বিশৃঙ্খলা’র অভিযোগে ৯ বিএনপি কর্মী আটক
রাঙামাটিতে সকাল থেকে ঢিলেঢালা ভাবে বিএনপি হরতাল চললেও বিশৃঙ্খলা সৃষ্টি অভিযোগে বিএনপির ৯জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে শহরের ভেদভেদী এলাকা থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ৯জনকে আটক করা হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ। জেলা বিএনপির কার্যালয়ে সকাল থেকে বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। সকালে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের সাথে উপজেলা ও দূরপাল্লার সকল প্রকার যানচলাচল স্বাভাবিক হয়েছে।
তবে শহরের কলেজ গেইট, রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে আওয়ামীলীগ শান্তি সমাবেশ ও মিছিল করেছে।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মীকে আটকের খবর পাচ্ছি, তবে রাঙামাটির বাইরে থাকায় সঠিক কয়জনকে আটক করা হয়েছে তা বলতে পারছি না।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, রাঙামাটিতে ভোরে ভেদভেদী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমরা ৯জনকে আটক করি। তাদের আদালতে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। শহরে জনজীবন স্বাভাবিক রয়েছে।