পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে ভোক্তা অধিকার বাস্তবায়ন বিষয়ক সেমিনার

রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার।

শুক্রবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খাঁন।

তিনি সভাপতির বক্তব্যে বলেন,পার্বত্যাঞ্চলের সাধারণ জনহণের ভোক্তা অধিকার নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। সেই সাথে পাহাড়ি অঞ্চলের মানুষরা যাতে প্রতারিত না হয় সে বিষয়ে জনসচেতনার বৃদ্ধি ও সঠিক সময় বাজার পরিদর্শন করছে প্রশাসনের বিশেষ দল। কোন ভোক্তা তাঁর অধিকার থেকে বঞ্চিত হলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিস সুলতানা, অতিরিক্তি পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d