পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটিতে প্রার্থিতা প্রত্যাহার করলেন ঊষাতন তালুকদার

রাঙ্গামাটিতে প্রার্থিতা প্রত্যাহার করলেন ঊষাতন তালুকদার। আবেদন জমা দিয়ে ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা ও সচিন চাকমা।

এ হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মাঠে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান। এই হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় এই আসনে নির্বাচনী আমেজ কমে গেলে এইটাই মত ভোটারদের।

রাঙ্গামাটির রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে চারজন প্রার্থী রয়েছে।

২০০৮ সালে প্রথমবারের মতো তাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির সাবেক গেরিলা নেতা ঊষাতন তালুকদার। তখন তিনি ভোট পান ৫১ হাজারের বেশি। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে টেক্কা দিয়ে তিনি ৯৬ হাজারের বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ১ লাখ ৮ হাজারের বেশি ভোট পেয়েও আয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d