রাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘরে ডাকাতি, বৃদ্ধকে ছুরিকাঘাত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাত-পা বেঁধে প্রবাসীর ঘর ডাকাতি এবং বৃদ্ধকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিয়ারীপাড়া নামক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী শিহাব উদ্দিন (৩২) জানান, রাত আড়াইটার দিকে ঘরের সিঁড়িঘর দিয়ে মুখোশ পরিহিত প্রায় ৮-৯ জন ডাকাত ঘরে ঢুকে। তখন তিনি তার রুমে ছিলেন। ডাকাতরা প্রথমে সিঁড়ি ঘরের পাশে তার বোনের রুমে ঢুকে(তার বোনের স্বামী প্রবাসে থাকায় তিনি তাদের ঘরেই থাকেন) তার বোনের হাত-পা বেঁধে ফেলে এবং তার বোনের ৭ বছর বয়সী মেয়ে এবং কোলের শিশুর গলায় ছুরি ধরে ডাকাতরা তার কাছ থেকে আলমারির চাবি নেয় পরে তার বাবা মুহাম্মদ আইয়ুব আলীর (৬৫) রুমে ঢুকে তাকেও হাত-পা বেঁধে ফেলে এবং আলমারির চাবি নেয় তখন তার বাবা চিৎকার চেচামেচি করলে তাকে মারধর এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে জখম করে।
প্রবাসী শিহাব বলেন, আমার রুমের দরজা বন্ধ থাকায় তারা অনেক চেষ্টা চালিয়েও আমার রুমে ঢুকতে পারেনি তবে অন্যান্য রুমের বিভিন্ন আলমারি থেকে প্রায় পাঁচ ভরির উপরে স্বর্ণ এবং ক্যাশ আড়াই লাখ টাকা নিয়ে যায়। এদিকে তারা যখন আমার দরজা ভাঙতে চেষ্টা চালাচ্ছিল তখন আমি আমার স্ত্রীর ভাইকে ফোন দিই। আমার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় তারা ফোন পেয়ে আমাদের বাড়ির দিকে আসার সময় ডাকাত ডাকাত চিৎকার করছিল তখন ডাকাতরা পালিয়ে যায়। পরে ‘৯৯৯’ এ ফোন দিলে পুলিশও আসে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর বোন সাইমা জান্নাত জানান, তার রুমে প্রথমে ৪-৫ জন ঢুকে তার হাত-পা বেঁধে ফেলে এবং তার সন্তানদের দিকে ছুরি ধরে ডাকাতরা বলে যা কিছু আছে সব দিয়ে দে, তোদের কোনো ক্ষতি করবনা আর না দিলে তোর শিশুদের খুন করব। এ সময় তাদের হাতে কি কি ছিল জানতে চাইলে তিনি বলেন, তাদের হাতে ছুরি, দরজা ভাঙার সরঞ্জাম এবং একজনের পেছনে বন্দুক লটকানো ছিল। সবাই দেখতে অল্প বয়সী। তবে কাউকে চিনতে পারিনি।
এ বিষয়ে ছুরিকাঘাতে আহত হওয়া বৃদ্ধ আইয়ুব আলী বলেন, তারা কয়েকজন আমার রুমে ঢুকে প্রথমে আমাকে হাত-পা বেঁধে ফেলে। আমি চাবি দিতে না চাইলে তারা আমাকে হাঁটু দিয়ে শরীরে আঘাত করে এবং পেটে ছুরি দিয়ে আঘাত করে। তাদের কাউকে চিনতে পেরেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের কাউকে চিনতে পারেন নি তিনি।
এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার বলেন, ডাকাতির বিষয়ে শুনেছি এবং সেখানে এক বৃদ্ধকেও ছুরিকাঘাত করেছে সেটাও সত্য। আমি অসুস্থ থাকায় সেখানে যেতে পারিনি তবে আমার ইউপি সদস্যদের পাঠিয়েছি সেখানে।
এদিকে দুপুরের দিকে ঘটনাস্থলে তদন্তে যাওয়া রাঙ্গুনিয়া থানার এসআই আবু সাঈদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোর ৪ টার দিকে তারা “৯৯৯” এ ফোন দিলে তখন ওইদিকে ডিউটিতে থাকা পুলিশের একটি টিম তাৎক্ষণিক যায়, পরে আমিও যাই। ভুক্তভোগীদের সকালে থানায় যেতে বলেছিলাম, তারা যায়নি। তাই আমরা আবারও এসেছি।