রাঙ্গুনিয়ায় বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া তরুণের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাঁশের ভেলা নিয়ে বিল পার হতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণের নাম মো. রনি (১৭)। তিনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের আবু বক্করের ছেলে।
নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজের একই স্থান থেকে তার লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রনি বাঁশের ভেলা তৈরি করে স্থানীয় বিলে যান। একপর্যায়ে ভেলা নিয়ে বিল পাড়ি দিতে গিয়ে স্রোতে তলিয়ে যান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নিখোঁজের একই স্থান থেকে তার লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, কয়েক দিনের টানাবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে স্থানীয় ইছামতী খালের অতিরিক্ত পানি বিলে ঢুকে পড়েছে। এর ফলে বিলের পানির স্রোত বেড়ে যায়। পানির স্রোতে পড়ে ওই তরুণ ডুবে মারা যান।