চট্টগ্রামরাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রাঙ্গুনিয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৯ কোটি ১৭ লাখ ৭৬ হাজার ৮৭৩.১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভা মিলনায়তনে মেয়র মো. শাহজাহান সিকদার এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে উন্নয়ন তহবিল খাতে। এ খাতে ৩৫ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৫৪৮ টাকা বরাদ্দ রাখা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতে। এই খাতে ব্যয় করা হবে ২ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও শিক্ষা, বৃক্ষ রোপন ও রক্ষাণাবেক্ষণ, কর আদায়, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, সামাজিক, খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য খাতে বরাদ্দ রাখা হয়।

এসব কার্যক্রম বাস্তবায়ন করতে সরকার হতে উন্নয়ন খাতে বরাদ্দ মঞ্জুরি ধরা হয়েছে ৩৩ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৫৪৮ টাকা। বাকি টাকা আয় ধরা হয়েছে ট্যাক্স, রেইটস, ফিস ও অন্যান্য খাত থেকে।

পৌরসভার প্যানেল মেয়র মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী মো. আল হেলাল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি জিগারুল ইসলাম জিগার, পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, নুরুল আবছার জসিম,আবুল কাশেম, নজরুল ইসলাম, অলি আহাম্মদ মাস্টার, তারেকুল ইসলাম চৌধুরী, কপিল উদ্দিন সিকদার, ওমর ফারুক, ইয়াছমিন আক্তার, মারুফা আক্তার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, সদস্য মোহাম্মদ আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম জমির উদ্দীন, হিসাব রক্ষক আলী মো. এরশাদ প্রমুখ।

পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার বলেন, ‘রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় বসবাসকারী জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রকল্প গ্রহণ, পৌর পুলিশ গঠন, চারটি বিশেষ স্থানে যাত্রী চাউনি ও আরও ডাস্টবিন নির্মাণ, ৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক পৌর সুপার মার্কেট নির্মাণ, আধুনিক কসাইখানা নির্মাণ, বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, ডাস্টবিন ও আধুনিক কসাইখানা নির্মাণ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন গ্রহণসহ রাঙ্গুনিয়া পৌরসভাকে আদর্শ উপশহর হিসেবে গড়ে তোলার জন্য বিশ বছর মেয়াদী মাস্টারপ্ল্যানের কাজ সম্পন্ন হতে চলেছে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ থেকে পাওয়া দুইটি রোড রোলার, তিনটি গার্ভেজ ট্রাক ও একটি পে-লোডার দিয়ে আবর্জনা সংগ্রহ ও ফেলার কাজে ব্যবহৃত হচ্ছে। রাস্তাঘাট উন্নয়নে ৫ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, আরও ৭ কোটি টাকার কাজ চলমান রয়েছে। কম্পিউটারাইজড পৌরকর প্রস্তুত ও সরবরাহ শুরু হয়েছে। কোভিড-১৯ এর প্রকল্পের আওতায় প্রকল্প কাজ বাস্তবায়ন শুরু হয়েছে।’

মেয়র মো. শাহজাহান সিকদার বলেন, রাঙ্গুনিয়া পৌরসভা ‘খ’ শ্রেণীতে উন্নীত হওয়ার পর বিশ্বব্যাংক ও কুয়েত ফান্ড প্রকল্প থেকে ২০ কোটি টাকার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে। রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের একক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।

ত্যাগ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও পৌরবাসীর সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র মো. শাহজাহান সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d