অর্থনীতিজাতীয়

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে সেবার মান বাড়ানোর তাগিদ

সেবার মান বৃদ্ধির মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক: বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান।

এছাড়া তিনি স্মার্ট জনবলের গঠনে সরকারি, বেসরকারি, ব্যবসায়ী সকল স্তরের সম্পৃক্ততার আহ্বান জানান। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশ উন্নত হবে মর্মে অভিমতও ব্যক্ত করেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার, চট্টগ্রাম চেম্বারের পরিচালক একেএম আকতার হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহাবুব চৌধুরী, উইম্যান চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কাস্টম হাউসের কমিশনার মো. ফাইজুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুগ্ম কমিশনার মো. নাহিদুন্নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d