খেলা

রাতে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। বার্বাডোসের কেনসিংটন ওভালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। অজিদের হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের শিরোপা জিতে নেয় ইংলিশরা। আবারও সেই টুর্নামেন্ট, সেই মাঠ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টুর্নামেন্টের বিগ ম্যাচে বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসরে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়েছে অজিরা। অপরদিকে স্কটিশদের সাথে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইংলিশদের।

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে রীতিমতো পাত্তাই পায়নি ইংলিশ বোলাররা। থ্রি লায়ন্সদের বিপক্ষে ১০ ওভারে ৯০ রান তুলেছিল স্কটিশরা। তবে সব পরিসংখ্যানকে পেছনে ফেলে আরও একটি হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় বিশ্ব। আগের ম্যাচের মতোই ইংলিশ বোলারদের মোকাবিলা করতে হবে শক্তিশালী অজি লাইনআপ। সেখানে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিস, ম্যাক্সওয়েলরা পরীক্ষা নিতে প্রস্তুত জফরা আর্চার, ক্রিস জর্ডান, মার্ক ওডদের মতো তারকাদের।

অপরদিকে, প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে অস্ট্রেলিয়া। তবে ট্রাভিস হেড ও ম্যাক্সওয়েলের অফ ফর্ম বেশ চিন্তার কারণ অজি শিবিরের জন্য।

উল্লেখ্য, এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে দুইবার (২০১০ ফাইনাল, ২০২১) জিতেছে ইংলিশরা। অপরদিকে ২০০৭ আসরে জিতেছিলো অজিরা। ২০২২ সালের বিশ্বকাপে দুদলের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d