রামগড়ে ভারতীয় মদসহ যুবক ধরা
খাগড়াছড়ির রামগড়ে চোরাই পথে আসা ভারতীয় ৪০ বোতল মদসহ একরাম হোসেন নামে এক মাদককারবারিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) গভীর রাতে রামগড় পৌরসভার দারোগাপড়া এলাকার আনসার ভিডিপি ক্যাম্পের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
একরাম রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার আবুল হোসেনের ছেলে।
রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একরামের গতি প্রকৃতি লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। পরে আনসার ভিডিপি কার্যালয়ের সামনে তাকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মদসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে রামগড় থানা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সমূলে মাদক কারবারিদের নির্মূল করা হবে বলেও জানান তিনি।’