চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রামগড়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে শীতার্ত এতিম, গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (১৭ জানুয়ারী) সকাল ৯টার সময় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্ট্রাকশন ব্রিগেড এর সৌজন্য ২০ ইসিবি রামগড় প্রকল্প ক্যাম্প এর বাস্তবায়নে শীতার্ত মানুষের মাঝে দুইশত টি কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন, ২০ ইসিবি রামগড় প্রকল্প কর্মকর্তা ক্যাপ্টেন মো. আবু সালেহ। এসময় অন্যদের মধ্যে ২০ ইসিবির ওয়ারেন্টর অফিসার ইমরান শিকদার, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুকসহ সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। তীব্র শীতে স্থানীয় গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d