কক্সবাজারচট্টগ্রাম

রামুতে রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারলো অজগর!

কক্সবাজারের রামুতে পানের বরজ থেকে রাসেলস ভাইপার সন্দেহে একটি অজগর সাপ পিটিয়ে মেরেছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটার এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর সাপটি পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

স্থানীয় মোহাম্মদ সাইদুজ্জামান জানান, সকালে মোস্তাক নামের এক চাষি পানের বরজে গেলে সাপটি দেখতে পায়। এতে আতঙ্কিত হয়ে লাঠি নিয়ে সজোরে আঘাত করে সাপটি অজ্ঞান করা হয়। পরে সেটি তিনি লোকালয়ে নিয়ে আসেন।

এ সময় এলাকার লোকজন সাপটি পিটিয়ে মেরে ফেলে। তবে অনেকেই বলছে এটি বিষাক্ত রাসেল ভাইপার না। রাসেল ভাইপার ভেবে অজগর সাপকে মেরে ফেলা হয়।

স্থানীয়রা বলেন, সাপটি দেখার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, পানের বরজ ও ফসলের মাঠে এই ধরনের আরও সাপ থাকতে পারে। মানুষ বাসাবাড়িতেও সাপ দেখলে আতকে উঠছে।

তবে এ নিয়ে এলাকাবাসীকে সাপ দেখলে হুট করে মেরে ফেলার পরিবর্তে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেন রামু উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d