রামুতে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১
কক্সবাজারের রামুতে গাড়ি তল্লাশি করে পৌনে দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইসসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১০টার দিকে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া আভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. নূর মোহাম্মদ (৩৯) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে।
রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া আভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা। এক পর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় লোকটির সঙ্গে থাকা শপিং ব্যাগে মধ্যে থেকে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।