রাশিয়ায় গ্যাস টার্মিনালে বিস্ফোরণ
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের নিকট একটি গ্যাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জানুয়ারি) এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিস্ফোরণের পরিস্থিতির বর্ণনা করে রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, গ্যাস রফতানি টার্মিনালে বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্যাস টার্মিনালে বিস্ফোরণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এই এলাকায় ড্রোন দেখা গেছে। এদিকে সেন্ট পিটার্সবার্গ-ভিত্তিক সংবাদমাধ্যম ফন্টাঙ্কা জানিয়েছে, আগুন লাগার আগে অন্তত দুটি ড্রোন উড়তে দেখা গেছে।
সেন্ট পিটার্সবার্গের কাছে গ্যাস রফতানি টার্মিনালে বিস্ফোরণের বিষয়ে লেনিনগ্রাদ ওব্লাস্টের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে।
সংবাদমাধ্যম ফন্টাঙ্কা জানিয়েছে, আগুনের কাছাকাছি তিনটি বড় আন্তর্জাতিক ট্যাঙ্কার ছিল। সেগুলোর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বলা হয়েছে, ঘটনার বিশদ বিবরণ এখনও যাচাই করতে পারেনি বিবিসি। এদিকে ইউক্রেনের কর্মকর্তারাও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।