রিজভীর নেতৃত্বে রামপুরায় রাস্তায় পিকেটিং
ঢাকা: মহাসমাবেশে পুলিশি বাধা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে চলছে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধ।
অবরোধের দ্বিতীয় দিন বুধবার (০১ নভেম্বর) সকাল ৮টায় রাজধানী রামপুরা সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সেখানে রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে হত্যা করে, দমন নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।