অর্থনীতিজাতীয়

‘রিজার্ভ কমলেও ঘাটতি পরিস্থিতি সৃষ্টি হয়নি’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত ১২ অক্টোবরের হিসাব অনুযায়ী দেশে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। তবে রিজার্ভের পরিমাণ আগেরর তুলনায় কমলেও ঘাটতি পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ সব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিন জাতীয় সংসদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আইএমএফ’র বিপিএম-৬ অনুযায়ী ১২ অক্টোবর স্থিতির ভিত্তিতে দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির ফলে আমাদানি ব্যয় বৃদ্ধিসহ রেমিট্যান্সের পরিমাণ কমে যাওয়ায় বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আগের চেয়ে কমে এলেও কোনো ঘাটতি পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তিনি আরও জানান, কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত আন্তর্জাতিক পণ্য সরবরাহে অনিশ্চয়তার কারণে সৃষ্ট চাপ মোকাবেলা করে বৈদেশিক মুদ্রা রিজার্ভের সন্তোষজনক স্থিতি বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d