জাতীয়

রিমালের ক্ষয়ক্ষতি, জাপানের প্রধানমন্ত্রীর শোক

ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক বার্তা পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানায়।

শোক বার্তায় জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তার সরকারের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ফুমিও কিশিদা।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই। জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবেন বলেও উল্লেখ করেছেন জাপানের প্রধানমন্ত্রী।

প্রাপ্ত তথ্যমতে, ঘূর্ণিঝড় রিমালে ২১ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, দেড় লাখের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d