রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমের দায়িত্বে চিফ কর্মাশিয়াল ম্যানেজার
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন অবসরে গেছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন চিফ কর্মাশিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম।
শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ে উপসচিব মীর আলমগীর হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে। বিধি। এ দায়িত্বপালন কালে বিধি মোতাবেক তিনি অতিরিক্ত দায়িত্বভাতা প্রাপ্ত হবেন।