রেলসেতুতে উঠে পড়ল কোরবানির গরু, থেমে গেল পর্যটক এক্সপ্রে
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেল সেতুর ওপর কোরবানির গরু উঠে পড়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। বুধবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনের পাশে কোরবানির পশুর হাট বসে। সেখান থেকে একটি গরু ছুটে রেললাইন ধরে দৌড়ে মেঘনা নদীর ওপর শহীদ হাবিল আ.হালিম সেতুতে উঠে দাঁড়িয়ে থাকে।
এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে গরুটি। ড্রাইভার গরুটি দেখতে পেয়ে হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। এতে গরুটি বেঁচে যায় এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
ভৈরব স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মণ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা ৩৩ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে, কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায় সেখানে দাঁড়িয়ে যায়। পরে এলাকাবাসী গরু সরিয়ে নিলে আধা ঘণ্টা পর ট্রেনটি সতর্কতার সঙ্গে সেতু অতিক্রম করে।
বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি।