চট্টগ্রাম

রেলস্টেশনে ছিনতাই করতে ঘাপটি মেরে বসেছিলো ওরা

অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানার পুরাতন রেলওয়ে স্টেশন গ্রামীণমাঠের গণশৌচাগারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. সজীব (২৫), আল আমিন (২৩), মো. ইলিয়াছ (৩০), সুব্রত দাশ (২৪) ও মো. আল আমিন (৩১)।

ওসি এস এম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও সাত থেকে আটজন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীসহ পথচারীদের র্টাগেট করে ছিনতাই বা ডাকাতি করার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে। তারা সবাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেকি করে ভোর রাতে ট্রেন বা বাসযাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাই করে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মোট ২৫টি মামলা আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d